ইমাম আবু হানিফা (রাহিমাহুল্লাহ) তখন কাপড়ের ব্যবসা করতেন। একবার একজন মহিলা ইমাম আবু হানিফার কাছে একটি কাপড় বিক্রি করতে আসলেন। কাপড়টি দেখে ইমাম আবু হানিফা জিজ্ঞেস করলেন, “কতো দেবো?”মহিলা বললেন, “একশো দিরহাম।”ইমাম আবু হানিফা আবার কাপড়টি ভালো করে দেখে নিলেন। মহিলাকে বললেন, “এই কাপড়ের দাম তো এরচেয়েও বেশি!” কমদামে দামী জিনিস পেয়ে তো তিনি খপ করে কিনে ফেলতে পারতেন। কিন্তু, না। তিনি চাচ্ছেন কাপড়ের ন্যায্য মূল্য দিতে। মহিলা দাম বাড়ালেন। – দুশো দিরহাম দিন- না, এই কাপড়ের দাম আরো বেশি।মহিলা ভাবলেন, ইমাম আবু হানিফা তার সাথে মজা করছেন। মানুষ কি এতোই বোকা যে কমদামে পেয়েও না কিনে দাম বাড়াবে?ইমাম আবু হানিফার মহিলার ইতস্ততা দেখে বললেন, “তাহলে এক কাজ করলে কেমন হয়, পাশের দোকানদারকে জিজ্ঞেস করে নিই কাপড়টির আসল দাম কতো?” মহিলা রাজী হলেন। পাশের দোকানদারকে কাপড়টি দেখানো হলো। দোকানদার বললেন, “এই কাপড়ের দাম তো পাঁচশো দিরহাম।” শেষমেশ ইমাম আবু হানিফা পাঁচশো দিরহাম দিয়ে কাপড়টি কিনলেন। মহিলাকে কাপড়ের ন্যায্য দাম দিলেন, কম দামে কাপড়টি পেয়ে তাকে ঠকাননি। [‘চার তারা’ বই থেকে এক টুকরো]